বয়স্ক ভাতা কাযর্ক্রম ও নিতিমালা
১. প্রস্তাবিত বয়স্ক ভাতা প্রদানের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের নীতিমালা এবং অথ পরিশোধের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন প্রদান ও এ সংক্রন্ত পাস বইসহ অন্যান্য ফরম এর খসড়া প্রণয়ন
২. বাস্তাবায়ন কাঠামোঃ
সমগ্র বাংলাদেশের ৪৬০টি থানাধীন পল্লী এলাকার ইউনিয়নসমূহের প্রতিটির ওয়ার্ডের ১০ জন সবার্পেক্ষা বয়োজ্যেষ্ঠ ও দরিদ্র ব্যক্তিকে প্রতি মাসে ১০০ টাকা হারে বয়স্ক ভাতা প্রদান করা হবে । এ ১০ জনের মধ্যে অন্তত ৫ জন হবে মহিলা ।
৩. বাস্তাবায়ন কতৃপর্ক্ষঃ
(ক) সমাজকল্যাণ মন্ত্রণালয় বয়স্ক ভাতা কমর্সূ বান্তাবায়ন করবেন । এ বান্তাবায়ন প্রক্রিয়া সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজ সেবা অধিদফতরের মাধ্যমে সম্পাদিত হবে ।
(খ) এ কমর্সূচি সাবিকর্ভাবে তত্ত্বাবধানের জন্য মাননীয় অথর্মন্ত্রীর নেতৃত্ত্বে একটি কমিটি থাকবে ।
৪. প্রার্থীর নিবাচর্নের মানদন্ডঃ
(ক) বয়সঃ সবোর্চ্চ বয়স্ক ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হবে। তবে সবর্নিম্ম ৫৭ বছর বয়স্ক ন্ হলে কোন ব্যক্তি ভাতা প্রাপ্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না ।
(খ) প্রার্থির বাষিক গড় আয়ঃ ১. অনূর্ধ্ব ৩,০০০ টাকা ।
২. শারীরিকভাবে অসুস্থ ।
৩. শারীরিক ও মানুষিক প্রতিবন্ধীগণও কম র্ক্ষমতাহীন বলে গূন্য হবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস